বিশ্বে নির্যাতিত নারী-শিশুর সংখ্যা শতকোটি

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  জাতিসংঘের এক প্রতিবেদন তুলে ধরে নারী নেত্রী খুশি কবির বলেছেন, বিশ্বের জনসংখ্যা সাতশ কোটি হলে নির্যাতিত  নারী ও শিশুর সংখ্যা দাঁড়ায় শতকোটিরও বেশি। তিনজন নারীর মধ্যে একজন জীবদ্দশায় একবার সহিংসতা বা ধর্ষনের শিকার হন।

তিনি বলেন, জাতিসংঘের এ প্রতিবেদন জেনে একটা প্রতিকারের উদ্দেশে ‘উদ্যম উত্তরণে শতকোটি’ অভিযান শুরু হয়।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বুধবার দুপুরে অধিকার সচেতন নারীদের জোট ‘উদ্যম উত্তরণে শত কোটি’ সংগঠনের সমন্বয়ক খুশি কবির এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

খুশি কবির আরও বলেন, বাংলাদেশে ২০১৩ সালে ১৪ ফেব্রুয়ারি প্রায় ৩০০টি সংগঠন নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে ৬৬ জেলায় প্রায় ৩০ লাখ নারী জাগরণে অংশগ্রহণ করেছে। এবার তার চেয়ে বেশি হবে বলে জানান তিনি।

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানাতে ১৪ ফেব্রুয়ারি ৬৬ জেলায় নারী জাগরণ অনুষ্ঠিত হবে।

এ নারী নেত্রী বলেন, উদ্যম উত্তরণে শতকোটি মানবাধিকার সংগঠন ও নারীদের সবচেয়ে বড় জোট যা ২০১২ সালে গঠিত হয়। এ সংগঠনের ব্যানারে ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি পৃথিবীর ২০৬টি দেশের ৪০০ সংগঠনের প্রায় এক কোটি নারীর গণজমায়েত হয়।

এরই ধারাবাহিকতায় ২০১৩ সাল থেকে ১৪ ফেব্রুয়ারি নারীর সহিংসতা রোধে বিভিন্ন সংগঠনের ব্যানারে নারীরা প্রতিবাদ জানান।

তিনি আরো বলেন, ১৪ ফেব্রয়ারি নারীরা আদালত, পুলিশ স্টেশন, সরকারি বেসরকারি অফিস, বিদ্যালয়সহ যে যার কর্মস্থলে একত্রিত হয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। ঢাকায় হাইকোর্টের সামনে দুপুর ২টায় ও ৬৬ জেলায় নারীরা একত্রে লাল রঙের পোশাক পরে একত্রিত হয়ে প্রতিবাদ জানাবেন।

বাংলাদেশের নারী নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের নীরা নির্যাতনের চিত্র ভয়াবত। ২০০২-১৩ পর্যন্ত বাংলাদেশে নির্যাতনের শিকার হয়েছে প্রায় ২ লক্ষ ৮৬২ জন নারী ও শিশু। মামলা হলেও বিচার হয় না।

তিনি আরও বলেন, আইনের ফাঁক গলিয়ে, অবৈধ লেনদেন আর প্রভাব খাটিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। ন্যায় বিচার না পাওয়ায় নির্যাতিত হওয়ার পরও নারীরা বিচারের জন্য আসতে চান না। সরকার, রাজনীতিবিদ ও দেশের মানুষের নারীর প্রতি দৃষ্টি ভঙ্গি না পাল্টালে নারী নির্যাতন কোনদিন বন্ধ হবে না বলেও দাবি করেন তিনি।

সব সীমাবন্ধতা, বাধ্যবাধকতা, লজ্জা, অপরাধবোধ, দু:খ, কষ্ট, গ্লানি, রাগ আর বিপত্তিকে পেছনে ফেলে সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে নারীদের অংশগ্রহণের আহবান জানান অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।

সংবাদ সম্মেলনে উদ্যম উত্তরণে শতকোটি সংগঠন ছাড়াও প্রায় ২০ সংগঠনের নারী নেত্রীরা অংশ নেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ