বাংলাদেশের টার্গেট ১৬৯

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ  চট্টগ্রামের টি-টোয়েন্টি ম্যাচে ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ৭ উইকেটে করে ১৬৮ রান।

মুশফিকুর রহিমের ইনজুরিতে দলের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি  বিন মুর্তজা। টস জিতে তিনি সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান।
প্রথম ওভারেই তিলকরত্নে দিলশানকে বোল্ড করে বাংলাদেশকে শুভ সূচনা এনে দেন মাশরাফি ।
তবে অধিনায়ক দীনেশ চান্দিমালের সঙ্গে কৌশল পেরেরার ৫৪ রানের জুটি সফরকারীদের উড়ন্ত সূচনা এনে দেয়।

ষষ্ঠ ওভারে রুবেল হোসেন বোলিংয়ে আসার পর রানের গতি কমে লঙ্কানদের। সপ্তম ওভারে দীনেশ চান্দিমালকে (১৮) ফেরান সাকিব আল হাসান। সীমানা দড়ির ঠিক সামনে লাফিয়ে চান্দিমালের দুর্দান্ত ক্যাচটি নেন ফরহাদ রেজা। পরের ওভারে ফিরে আবার আঘাত হানেন সাকিব। কুমার সাঙ্গাকারা (১১) নাসির হোসেনের ক্যাচে পরিণত হন। নাসিরের ক্যাচটিও ছিল দুর্দান্ত।

অভিষেকে প্রথম ওভারেই উইকেট নেওয়ার কৃতিত্ব আরাফাত সানির। দশম ওভারে সেকুগে প্রসন্নকে নাসিরের ক্যাচে পরিণত করেন তিনি।

অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের চাকা সচল রাখেন কৌশল। তবে ব্যক্তিগত ৬৪ রানের মাথায় এই বাঁহাতি ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফেরেন। সানির বলে সীমানার কয়েক ইঞ্চি সামনে লাফিয়ে ক্যাচটি ধরেন এনামুল হক।

এরপর ম্যাথিউস (১১) রানআউট হন। তবে সপ্তম উইকেটে থিসারা পেরেরার অপরাজিত ১৯ রানের সঙ্গে নুয়ান কুলাসেকারার ৩১ রানের সুবাদে ভালো সংগ্রহ দাঁড়ায় শ্রীলঙ্কার।

বাংলাদেশের  সানি, সাকিব ও মাশরাফি দুটি করে উইকেট নেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ