একাদশ নির্বাচন ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।
বুধবার সন্ধ্যায় গণভবনে কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠকে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দ আশরাফ বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুসারেই অনুষ্ঠিত হবে। যত চাপ-ই আসুক না কেন পাঁচ বছর পর সরকারের মেয়াদ শেষে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে।
তিনি বলেন, বর্তমান সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ শুরু করেছেন তাতে পেছনে ফেরার সুযোগ নেই।আমরা পাঁচ বছরই ক্ষমতায় থাকবো।