ফুল দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবদলকর্মী নিহত হয়েছে।

image_17540_0

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলার সরিষাবাড়ি উপজেলায় এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। স্মৃতিসৌধে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে এক যুবদলকর্মী নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন চলছিল।

এ সময় কথা-কাটাকাটি ঘিরে উত্তেজনার সূত্রপাত হয় সরকার ও বিরোধীপক্ষের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে পুলিশ আওয়ামী লীগের লোকেদের পক্ষ নিলে পরিস্থিতি তীব্র হয়।

সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়। আহতদের মধ্যে ১১ জন পুলিশের গুলিতে আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছেন।

সংঘর্ষে নিহত বেলাল হোসেনকে (৪৫) যুবদলকর্মী বলে দাবি করেছে বিএনপি।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান জানান, আরামনগর বাজারে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে বেলাল হোসেন নামে এক ব্যক্তি নিহত হন।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ