যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  আবারও ভয়াবহ তুষার ঝড়ে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ২২টি অঙ্গরাজ্য বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত তুষার ঝড়ে টেক্সাস থেকে মেইনের সমুদ্র তীরবর্তী এই অঙ্গরাজ্যগুলোতে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

পাঁচ লাখেরও বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানের হাজার হাজার ফ্লাইট।

দুসপ্তাহের মধ্যে ভয়াবহ তুষার ঝড়ে চতুর্থ দফা আক্রান্ত হলো নিউ ইয়র্ক। আর দ্বিতীয় বারের মতো আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে জর্জিয়া, টেক্সাস, সাউথ ক্যারোলাইনা, লুইজিয়ানা, নর্থ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, পেনসিলভানিয়া এবং ম্যাসাচুসেটস।

বৃহস্পতিবার সকাল নাগাদ ঘণ্টায় ৩০ থেকে ৩৫ মাইল বেগে প্রবাহিত তুষার ঝড় নর্থ ক্যারোলাইনা হয়ে ভার্জিনিয়া অতিক্রম করে পেনসিলভেনিয়া এবং নিউ ইয়র্কের দিকে ধাবিত হচ্ছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় নিউজার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ