সংসদ চোরাবালির উপর দাঁড়িয়ে আছে

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  বর্তমান সংসদ চোরাবালির উপর দাঁড়িয়ে আছে। যেকোনো মুহূর্তে এই সংসদ তলিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার দুপুরে সাংবিধানিক অধিকার ফোরাম আয়োজিত ‘ভোটার বিহীন নির্বাচন সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের পথ’শীর্ষক আলোচনায় তিনি এ আহ্বান জানান।

সরকারকে উদ্দেশ্য করে মাহবুবুর রহমান বলেন, ‘সংঘাত ও সহিংসতা দূর করতে আমাদেরকে আলোচনায় বসতে হবে, অন্যথায় সংঘাত আরও বৃদ্ধি পাবে। তাই এখনও সময় আছে আসুন একই সঙ্গে এক টেবিলে খোলা মন নিয়ে আলোচনায় বসি। একত্রিত হয়ে কথা বলি। কারণ আলোচনার মধ্য দিয়ে সংঘাতের সমাধান করা হয়, সহিংসতা ও নৈরাজ্যের মধ্য দিয়ে হয় না।’

বর্তমান সংসদকে অবৈধ উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের মন্ত্রী, এমপিরা বলছেন ৫ বছর আগে কোনো নির্বাচন নয়। কিন্তু আমি বুঝি না তারা একথা কিভাবে বলেন। কারণ এই সরকারের মন্ত্রীরা হচ্ছেন অবৈধ আর তারা এসেছে অসাংবিধানিভাবে, ফলে তাদের মুখে এমন কথা মানায় না।’

সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘এখনও সময় আছে দেশবাসী ও আন্তর্জাতিক মহলের কথা শুনুন, দশম জাতীয় নির্বাচনকে বাতিল করে পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে আর একটি নির্বাচন দিন, অন্যথায় জনগণ এর জবাব দিবে।’

আয়োজক সংগঠনের সদস্য সচিব সুরঞ্জন ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ