জেতার চেষ্টাতেই হারতে হয়েছে বাংলাদেশকে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রথম টি-২০ ম্যাচে শেষ বলে হার ২ রানে। দ্বিতীয় ম্যাচেও হারতে হল সেই শেষ বলে। তাহলে কি র্যাংকিংয়ে শীর্ষে থাকা শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ব্যবধান মাত্র ১ বলের! ম্যাচ শেষে মাশরাফি বিন মর্তুজা অবশ্য এ নিয়ে বললেন না কিছু। তবে জানালেন জিততে গিয়েই হেরেছে বাংলাদেশ, ‘জেতার জন্য শেষ বলে ২ রান দরকার ছিল। কিন্তু বাংলাদেশ চায়নি ১ রান দিয়ে ম্যাচটা সুপার ওভারে নিয়ে যেতে। ১ রান দিয়ে টাই করার চেয়ে আমরা জেতার সুযোগ নিতে চেয়েছিলাম।’
সেজন্য শেষ বলে ফরহাদ রেজার শর্ট বলও পরিকল্পিত ছিল বলেই জানাচ্ছেন তিনি, ‘ফরহাদ কিন্তু নেটে ভালো বাউন্সারই করে। আমরা ওকে এটাই করতে বলেছিলাম। মিস টাইমিং হলে ক্যাচ উঠতে পারত। সেটাই আমরা চাচ্ছিলাম। কিন্তু ও বলটা যত জোরে করেছে, উইকেটে পড়ে ততই ধীরগতির হয়ে গেছে।’
কিন্তু ক্যাচ ওঠার আশা যখন করেছেন, তখন ফিল্ডার ডিপ ফাইন লেগে না রেখে শর্ট ফাইন লেগে টেনে আনার ব্যাখ্যায় অধিনায়ক বলেছেন, ‘যদি ডিপ ফাইন লেগেই ফিল্ডার রাখতাম, তাহলে ব্যাটসম্যান বুঝে যেত যে আমরা বাউন্সারই দিতে চলেছি। ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার জন্যই ওই ফিল্ডারকে একটু ভেতরে রেখেছিলাম। কিন্তু বল পড়ে থেমে আসাতেই সমস্যাটা হয়ে গেল।’
ওই সময়ে সাকিব আল হাসানের দুই ওভার বাকি ছিল। তবু ফরহাদের হাতে শেষ ওভারে বল তুলে দেওয়ার কারণ হলো এটা, ‘বল ভিজে গিয়েছিল। শিশিরের কারণে সাকিব বলই ধরতে পারছিল না। এমনকি পেস বোলারদের হাত থেকেও বল বেরিয়ে যাচ্ছিল। এটা একটা কারণ। তা ছাড়া থিসারা পেরেরা বাঁহাতি ব্যাটসম্যান। সাকিবকে বল না দেওয়ার এটাও একটা কারণ।’
রাতের শিশিরে স্পিনারদের বল গ্রিপ করতে সমস্যা হবে জেনেও কেন টস জিতে আগে ব্যাটিং করল বাংলাদেশ? এমন প্রশ্ন উঠবে স্বাভাবিক। বিশেষ করে বাংলাদেশের দলের তরফ থেকেই যখন দাবি করা হয় যে তারা রান তাড়া করতে পছন্দ করে বেশি।
জবাবে মাশরাফি শিশিরের ধোঁকায় পড়ার কথা বললেন, ‘আগের ম্যাচের সময় রাতে শিশিরই পড়েনি। এ জন্যই আজ আমরা টস জিতে আগে ব্যাটিং নিয়েছিলাম।’ বিশ্বাসের জোরেই বাংলাদেশ দুটি ম্যাচ শেষ পর্যন্ত নিয়ে গেছে বলে মনে করেন মাশরাফি, ‘দুটি ম্যাচে শেষ বলে হারাটা হতাশার। তার পরও এটা মেনে নিতে হবে। কারণ ছোট ছোট ভুল তো আমরা করেছিই। আজকের ১২০ মোটেও ভালো স্কোর ছিল না। কিন্তু আমাদের এ আত্মবিশ্বাসটা ছিল যে এর পরও আমরা লড়াই করতে পারি।