পদত্যাগ করলেন কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করেছেন। দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল বিধানসভায় তুলতে ব্যর্থ হয়ে তিনি এ সিদ্ধন্ত নেন।

শুক্রবার রাতে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এ সংবাদ প্রচার করে।

শুক্রবার বিকেলে বিধানসভার অধিবেশনে কংগ্রেস ও বিজেপির তীব্র বিরোধীতায় লোকপাল বিল তুলতে ব্যর্থ হন কেজরিওয়াল। বিরোধীদের আপত্তি উপেক্ষা করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জনলোকপাল বিলটি বিধানসভায় পেশ করার দাবি জানান।

শেষ পর্যন্ত ভোটাভুটিতে দেখা যায়, ২৭ জন বিলের পক্ষে থাকলেও ৪২ জন আপত্তি জানান। পরে বিলটি উত্থাপনই হয়নি বলে স্পিকার রুলিং দেন। এরপর রাতে তিনি পদত্যাগ করেন বলে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানায়।

গত ২৮ ডিসেম্বর দিল্লিতে সরকার গঠন করে কেজরিওয়ালের আম আদমি পার্টি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ