বিএনপি কোনো রাজনৈতিক দল নয় ডেপুটি স্পিকার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি রাজনৈতিক প্লাটফর্ম বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনা সভার আয়োজন করে।
ডেপুটি স্পিকার বলেন, ‘বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে কতিপয় আওয়ামী বিরোধী নেতা নিয়ে। যারা সরাসরি ’৭৫ এ বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ’৯১ তে তারা ক্ষমতায় গিয়েছিলেন এক ষড়যন্ত্র করে, আবার ’৯৬ তেও আন্তর্জাতিক আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় যায়। কিন্তু প্রতিবারই ক্ষমতায় যাওয়ার পর তারা যে সীমাহীন নির্যাতন করেছে জনগণের ওপর তার জন্য জনগণ তাদের চিরতরে প্রত্যাখ্যান করেছে। ২০০৮ সালের নির্বাচনে পরাজিত হবার পর এবারের নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় অংশ না নেওয়া তারই উদাহরণ।’
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, দেশে হরতাল দিয়ে, পেট্রোলবোমা, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে আপনি দেশের কী উপকার করলেন। উপকারের বদলে আপনি এসব কাজ করে দেশের বারোটা বাজিয়েছেন। এখনও সময় আছে, জনগণের কাছে ক্ষমা চান এবং জনগণকে বলুন, আপনার ভুল হয়ে গেছে। নির্বাচনে অংশ না নিয়ে আপনি ভুল করেছেন এবং এর খেসারত আপনাকে আগামী পাঁচ বছর দিতে হবে।’
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারধীন যুদ্ধাপরাধী মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে বিচার দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে। যতগুলো মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে খুব তাড়াতাড়ি সেগুলো নিষ্পত্তি হবে। আর মামলার নিষ্পত্তির সাথে সাথে এর রায় কার্যকরও হবে। দেশে একজন মুক্তিযোদ্ধা থাকতে রাজাকারদের বিচারে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না।’
নির্বাচনে সামরিক বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে সামরিক বাহিনী আমাদের অনেক সাহায্য করেছে। তারা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়েই আমাদের সাহায্য করেছে। খালেদা জিয়ার নির্বাচন বানচালের অপচেষ্টা তারা রুখে দিয়েছে।’
সংসদ সদস্য হাজী সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধু একাডেমির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।