বিরোধীদল হিসেবে জাপার অবস্থান নিয়ে সংশয়ে এরশাদ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান নিয়ে সকলের মতো আমার মনেও সংশয় রয়েছে।

শনিবার বেলা পৌনে বারটার দিকে রাজধানীর বনানী বিদ্যা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

এরশাদ বলেন, বিরোধী দল হিসেবে জাপার উচিত সরকারের গঠনমূলক সমালোচনা করা। এতে সরকার উপকৃত হবে, জাতি ভালো কিছু পাবে। জনগণও তাই চায়।

ঐক্যমত সরকার প্রসঙ্গে এরশাদ বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে মন্ত্রীত্ব না নিলে ভালো হত। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে আমি দেশের বাইরে ঘুরবো এবং দেশের উন্নয়নে কাজ করবো বলে তিনি মন্তব্য করেন।

জাতীয় পার্টিতে অভ্যন্তরীণ বিভেদ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘জাতীয় পর্টির মধ্যে কোনো বিভেদ নেই। জাতীয় পার্টি মানেই লাঙ্গল। আগামী নির্বাচনেও লাঙ্গলই প্রতীক হবে। এ প্রতীক বরাদ্দ দেয়ার দায়িত্ব আমার।’

এর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এ স্কুলের সঙ্গে আমি দীর্ঘদিন জড়িত ছিলাম। এ স্কুলের সাফল্য আমাকে আনন্দিত করে। ব্যর্থতা আমাকে কষ্ট দেয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ