মুক্তিযুদ্ধ আর জামায়াতের ধোয়া তুলে ক্ষমতায় থাকা যাবে না
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘শুধুমাত্র মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ আর জামায়াত জামায়াত ধোয়া তুলে ক্ষমতায় থাকা যাবে না। পতন অবশ্যম্ভাবী।’
শনিবার জাতীয় প্রেস ক্লাবে অল কমিউনিটি ফেরামের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
জনপ্রিয়তা যাচাইয়ে গণভোটের দাবি জানিয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সরকার অবৈধ, এদের বেশিদিন চলতে দেয়া যাবে না। তাদের পায়ের নিচে মাটি নেই। বাংলাদেশের মানুষ গণতন্ত্র কায়েম করবেই। গণজোয়ারে এই সরকার ভেসে যাবে।’
তিনি অভিযোগ করেন, সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সরকার ক্ষমতায় এসেছে। তারা সংবিধান ভঙ্গ করেছে। এজন তাদের একদিন বিচারের মুখোমুখি হতে হবে।
৫ জানুয়ারির একপেশে নির্বাচনে এক শতাংশ ভোটও পড়েনি উল্লেখ করে এই আইনজীবী নেতা বলেন, ‘অথচ সরকার দাবি করেছে ৪০ শতাংশ ভোট পড়েছে। এই দাবি সত্য নয়, এক শতাংশ মানুষও ভোটকেন্দ্রে যায়নি। এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ এদেশে সংখ্যালঘু দল হিসেবে নিজেদের তুলে ধরেছে।’
বিভিন্ন দেশের স্বীকৃতির বিষয়ে তিনি বলেন, ‘বিভিন্ন দেশ বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ারকে অভিনন্দন জানাচ্ছেন। ওই চেয়ারে যে যাবেন তাকেই তারা এ ধরনের অভিনন্দন জানিয়ে থাকেন। এটা তাদের শিষ্টাচার। এখন পর্যন্ত কোনো রাষ্ট্র এই সরকারকে গ্রহণযোগ্য বলেনি।’
বিরোধী জোটের আন্দোলনে পুলিশ বাহিনীর গুলি করা সম্পর্কে তিনি বলেন, ‘সরকার পাগলা কুকুর রাস্তায় নামিয়ে দিয়েছে। আর পাগলা কুকুর রাস্তায় থাকলে ভদ্রলোকেরা রাস্তায় নামবে না এটাই স্বাভাবিক।’
আয়োজক সংগঠনের সভাপতি বিএনপির সাবেক এমপি আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাসাস সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ বক্তৃতা করেন।