বিকেলে বসছে সংসদ অধিবেশন
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চার দিন বিরতির পর ফের বসছে সংসদের প্রথম অধিবেশন। রোববার বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে।
১১ ফেব্রুয়ারি সংসদ মুলতুবি ঘোষণা করেন স্পিকার।
এর আগে গত ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সংবিধান অনুযায়ি প্রথম অধিবেশনের প্রথম কার্য-দিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ভাষণের ওপর চিফ হুইপ আ. স. ম ফিরোজ ধন্যবাদ প্রস্তাব আনলে সরকারি দলের নুর-ই আলম চৌধুরী তা সমর্থন করেন। এরপর ওই দিনই রাষ্ট্রতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়।
১১ ফেব্রুয়ারি পর্যন্ত দশম জাতীয় সংসদের সাতটি কার্যদিবস অতিবাহিত হয়েছে। এ সাত কার্য-দিবসে রাষ্ট্রপতির ভাষণ ও এর ওপর আলোচনা ছাড়াও পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়।
এ কমিটিগুলোর মধ্যে রয়েছে- সংসদ কার্য-উপদেষ্টা কমিটি, সংসদ কমিটি, পিটিশন কমিটি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও লাইব্রেরি কমিটি।