কারাগারে আমান জামিন নাকচ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পৃথক চারটি মামলায় বিএনপির যুগ্ন মহাসিচব আমান উল্লাহ আমানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার মূখ্য বিচারকি হাকিম তৈয়াবুল হাসান উজ্জল রোববার সকালে এ আদেশ দেন।
সকালে আমান উল্লাহ আমান আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। জামিন আবেদনে বলা হয়, আসামি আমান উচ্চ আদালতে এসব মামলায় জামিন পেয়েছেন। আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি বিচারিক আদাতে হাজির হয়েছেন।
আসামির জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কারাগারে পাঠানোর আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, হাইকোর্ট থেকে এসব মামলায় জামিন পেলেও তার মেয়াদ শেষ হয়েছে। তিনি আদালতের প্রতি সম্মান না জানিয়ে অনেক পরে আদালতে এসেছেন। এখন তার জামিন বাতিল করে কারাগারে পাঠানো হোক।
প্রসঙ্গত, কেরানিগঞ্জ ও সাভার থানায় দায়ের করা এসব মামলায় আমানের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের কর্তব্য কাজে বাধা, ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়।