নাইজেরিয়ায় বোকা হারামের হামলায় নিহত ১০৬

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  নাইজেরিয়ায় বিদ্রোহী বোকো হারামের হামলায় অন্তত ১০৬ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই  স্থানীয় খ্রিস্টান বলে জানা গেছে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের  ক্যামেরুন সীমান্তে অবস্থিত ইজগে গ্রামে শনিবার রাতে এ হামলা চালানো হয়। বেশিরভাগ বাসিন্দাকে গুলি ও বাকিদের গলা কেটে হত্যা করা হয় বলে জানা গেছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা মাইনা উলারামু এএফপিকে বলেন, শনিবারের হামলায় বিদ্রোহীরা অনেক মানুষকে হত্যা করেছে। তবে তিনি কমপক্ষে ৯০ জনকে হত্যার কথা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, হামলাকারীরা গ্রামটির চারদিক থেকে ঘিরে ফেলে এবং গুলি চালায়। এরপর বিস্ফোরণ ঘটিয়ে একের পর এক বেশিরভাগ বাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলার পর তারা প্রায় পাঁচ ঘন্টাব্যাপী হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।

বর্নো  প্রদেশের পুলিশ কমিশনার লাওয়াল টানকো এ তথ্য নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।

লাওয়ান মাদু নামে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলার ঘটনার পরপরই শত শত বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ