ভেনিজুয়েলা থেকে তিন মার্কিন কূটনীতিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  তিন মার্কিন কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ভেনিজুয়েলা কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ বহিষ্কার আদেশ দেন।

ভেনিজুয়েলায় সরকার বিরোধী আন্দোলন বৃদ্ধি পাবার প্রেক্ষাপটে এ বহিষ্কারাদেশ এলো। তবে বহিষ্কৃতদের নাম জানানো হয়নি।

মাদুরো বলেন, ভেনিজুয়েলার বিশ্ববিদ্যালয়ে তারা স্টুডেন্ট ভিসার মাধ্যমে বিদেশি ছাত্রদের অনুপ্রবেশসহ সরকারের বিরুদ্ধে আন্দোলনে কাজ করছিলেন।

ভেনেজুয়েলা সরকারের অভিযোগ, ওই তিন মার্কিন কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভে ইন্ধন জুগিয়েছিলেন। প্রেসিডেন্ট মাদুরো বারবার মার্কিন সরকারের বিরুদ্ধে এ অভিযোগ করে থাকেন যে, ওয়াশিংটন তার সমাজতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যূত করতে বিরোধী দলকে মদদ দিয়ে যাচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ