বৃষ্টির চোখরাঙ্গানি প্রথম ওয়ানডেতে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রকৃতির খেয়াল বলে কথা! জুবুথুবু শীতের আড়মোড়া ভেঙে যখন খলবলিয়ে হেসে উঠার কথা সূর্য কিংবা একটু একটু করে রুদ্ররূপ ধারণ করার কথা প্রকৃতির- তখনই কিনা বৃষ্টির আবির্ভাব! পঞ্জিকার হিসেবে -নিকেশকে তোয়াক্কা করছে না মেঘদূত! উল্টো মেঘলা আবহাওয়া আর ঝিরি ঝিরি বৃষ্টি গাইছে খেয়ালী প্রকৃতির গান। সেই গানের সুরের ভাঁজে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে পুরো ১০০ ওভার হওয়াটা অনিশ্চিত এখন।
মঙ্গলবার সকাল এগারটা পর্যন্ত ছিল ঝিরি ঝিরি বৃষ্টি। তবে আবহওয়ার পূর্বাভাসে বলছে নীলাকাশে সূর্যের দেখা মিলবে আজ। আর খেলা যেহেতু হচ্ছে দিবারাত্রির, সে কারণে ম্যাচটি একেবারে পরিত্যক্ত হয়ে যাওয়ার শঙ্কা কম। মিরপুরের ড্রেনেজ ব্যবস্থা যেহেতু বিশ্বমানের, তাই ওভার কমিয়ে হলেও ম্যাচটা মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে যথেষ্ট। এজন্য আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি নীলাকাশে আবির্ভাব হতে হবে সূর্যের। তাহলেই কেবল আগুনরাঙা ফাগুনে মাতোয়ারা থাকবেন ক্রিকেট সমর্থকরা।