প্রথম পর্যায়ের নির্বাচনে হত্যা মামলার আসামি ১৫ প্রার্থী

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  চতুর্থ উপজেলা নির্বাচন-২০১৪ এর প্রথম পর্যায়ে অনুষ্ঠেয় ৯৭ উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ৪২৮ জন প্রার্থীর মধ্যে ১৫ জন হত্যা মামলার আসামি। এছাড়া ১২২ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের তথ্য প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এই তথ্য প্রকাশ করে।

প্রথম পর্যায়ে ৯৭ উপজেলার নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু কমিশনের অসহযোগিতার কারণে সব উপজেলার প্রার্থীদের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি বলে দাবি করে সুজন। তাই ৯৭ উপজেলার ৪২৮ জন চেয়ারম্যান প্রার্থীর তথ্য নিয়ে একটি রিপোর্ট তুলে ধরে সুজন।

লিখিত বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার বলেন, এই কারণে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ও সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশন, অন্য চারজন নির্বাচন কমিশনার এবং কমিশন সচিবকে পৃথক পৃথকভাবে উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রদত্ত হলফনামার তথ্য প্রকাশ ও প্রচার না করার জন্য কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, সে মর্মে আইনি নোটিশ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমরা আশা করি জনস্বার্থের কথা বিবেচনা করে নির্বাচন কমিশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা তথ্যাদি দাখিলের সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে প্রকাশ এবং ভোটারদের মাঝে প্রচারের উদ্যোগ গ্রহণ করবে।

রিপোর্টে দেখানো হয় ৪ শতাংশ চেয়ারম্যান প্রার্থীর পেশা ব্যবসা। কৃষিকাজের সঙ্গে জড়িত আছেন ২১.০৩ শতাংশ প্রার্থী। মোট ২৮ প্রার্থী হলফনামায় পেশার কথা উল্লেখই করেননি।

রিপোর্টে আরো দেখানো হয় বার্ষিক ১ কোটি টাকার উপরে আয় করা প্রার্থী আছেন মাত্র ৬ জন। বাকিদের মধ্যে ৬৭.৫২ শতাংশ প্রার্থী বছরে ৫ লাখ টাকার নিচে আয় করেন। অনেক প্রার্থীই সম্পদের আর্থিক মূল্য উল্লেখ না করায় সম্পদের প্রকৃত পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। ৪২৮ প্রার্থীর মধ্যে আয়কর প্রদান করেন মাত্র ২৪.০৬ শতাংশ প্রার্থী।

সুজনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জাকির হোসেন বলেন, দেশের সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা আনয়নের জন্য এই উপজেলা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা নিজেরাই হলফনামায় উল্লেখ করা তথ্য সমূহ ভোটারদের সামনে তুলে ধরা উচিৎ।

সুজন মনে করে, নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থীদের তথ্য সমূহ নির্বাচন কমিশনের উদ্যোগে উপজেলা ভিত্তিক ভোটারদের জ্ঞাতার্থে লিফলেট আকারে তুলে ধরা হলে ভোটাররা প্রার্থীদের সম্পর্কে জেনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সুজনের নির্বাহী কমিটির সদস্য সাবেক বিচারপতি কাজী এবাদুল হক, ঢাকা জেলা সহসভাপতি আবুল হাসনাত, কোষাধ্যক্ষ আব্দুল হক প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ