মতিঝিলে পিডিবি ভবনে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  রাজধানীর মতিঝিল থানাধীন পিডিবি ভবনে সিবিএ’র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর দুইটার দিকে বিদ্যুৎ বিভাগের নিয়োগ পরীক্ষা ও বদলিকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আহতরা হল- মফিজুর রহমান (৫৫), রমিজউদ্দিন (৫০), ইউনুস দেওয়ান (৪৭), আসাদুস জামান (৪২), আবদুর রাহিম (৪২), নজরুল ইসলাম বাচ্চু (৪০) ও  আতিকুল ইসলাম (৪০)।

মতিঝিল থানা পুলিশ জানায়, ভবনের পঞ্চম তলায় সিবিএ’র সেক্রেটারি আলাউদ্দিন তার গ্রুপের লোকজন নিয়ে মিটিং করছিলেন। এ সময় সিবিএর প্রেসিডেন্ট জহিরুল ইসলাম চৌধুরী তার লোকজন নিয়ে এসে তাদের মিটিংয়ে বাধা দিতে গেলে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

সিবিএ সূত্র জানায়, কুমিল্লার পিডিবির সিবিএর সভাপতি কবির হোসেনকে বিনা দোষে, কোনো কারণ ছাড়াই দিনাজপুর জেলার পিডিবিতে বদলি করা হয়। কবির পিডিবির একজন সাধারণ ড্রাইভার। তার ছেলে-মেয়েরা ঢাকায় লেখাপড়া করছে। তার বদলি ঠেকানোর জন্য আমরা আলোচনা করতে বসেছিলাম। এ সময় সিবিএর প্রেসিডেন্ট জহিরুল ইসলাম চৌধুরী তার লোকজন নিয়ে আমাদের বাধা দিতে এলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

মতিঝিল থানার ওসি ফরমান আলী এবিসি নিউজ বিডিকে জানান, দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, আহতরা শঙ্কা মুক্ত। তাদের চিকিৎসা চলছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ