মার্স ভাইরাসে সৌদিতে ৬০তম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  সৌদি আরবে মার্স ভাইরাসে ৬০তম মৃত্যুর রেকর্ড করা হয়েছে। ২০১২ সালে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর থেকে ৬০তম ব্যক্তি হিসেবে এক যুবক মারা গেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়।

মিডলইস্ট রেসপাইরেটরি ভাইরাস বা মার্সে আক্রান্ত হয়ে ২২ বছর বয়সী ওই যুবক মারা যান। তিনি মার্সের পাশপাশি ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানায় মন্ত্রণালয়।

২০১২ সালের সেপ্টেম্বর মাসে প্রথমে মার্স ভাইরাস সনাক্ত হয় সৌদি আরবে। তারপর থেকে ১৪৫ জন আক্রান্ত হন এ রোগে। তার মধ্যে ৬০ জন মৃত্যুর মুখে পতিত হলেন।

একক দেশ হিসেবে সৌদি আরবে সবচেয়ে বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। মধ্যাপ্রাচ্য ও এশিয়ার অন্য দেশেও ভাইরাসটি পাওয়া গেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ