সন্ত্রাসের জন্য আসাদের তীব্র সমালোচনায় কেরি
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সন্ত্রাসবাদের জন্য দায়ী করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও রাশিয়ার তীব্র সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সিরিয়া শান্তি আলোচনা কোন ফলাফল ছাড়া শেষ হওয়ার কয়েক দিনের মাথায় আসাদ ও তার মিত্রদেশ রাশিয়ার কড়া সমালোচনা করলেন তিনি।
একইসঙ্গে শান্তি আলোচনায় শক্ত বাধা তৈরি করার জন্য সিরিয়া সরকারকে দোষী সাব্যস্ত করেন মার্কিন শীর্ষ কূটনীতিক। তিনি বলেছেন, সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়াকে অবশ্যই আসাদ সরকারকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।
সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সাংবাদিকদের কেরি বলেছেন, রাশিয়াকে অবশ্যই সিরিয়া সংকট সমাধানের অংশ হতে হবে। তিনি বলেন, প্রেসিডেন্ট আসাদ আলোচনার টেবিলে আসার পরিবর্তে কিভাবে জয়ী হওয়া যায় সে চেষ্টা করছেন।
কেরি বলেন, আসাদ পক্ষ দৃঢ় অবস্থান নিয়ে আছে। তারা কেবল নিজেদের মানুষের উপর ব্যারেল বোমা নিক্ষেপ ও নিজেদের শহর ধ্বংস করা ছাড়া আর কিছুই করতে পারেনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি অত্যন্ত অনুতপ্ত হয়ে বলছি ইরান, হিজবুল্লাহ ও রাশিয়ার সহায়তা এমনটি করে যাচ্ছে আসাদ প্রশাসন। তিনি বলেন, রাশিয়াকে সিরিয়া সংকট সমাধানের অংশ হতে হবে। তাদেরকে সিরিয়াকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।