বগুড়ায় বিএনপি’র দুটি গ্রুপের সংঘর্ষ : ১৪৪ ধারা জারী
বগুড়ায় বিএনপি’র দুটি গ্রুপের সংঘর্ষের আশংকায় গাবতলী উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারী করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মুনিরা সুলতানা পরিবর্তন ডট কমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল করিম হেলাল এবং জেলা বিএনপির সদস্য মোর্শেদ মিণ্টনের সমর্থকদের মাঝে মঙ্গলবার থেকেই পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটছে।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কয়েকদিনের চলমান এ সংঘর্ষ আর পরিস্থিতি আরো জটিল হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারী করা হয়েছে।