ম্যাককালাম-ওয়াটলিংয়ের রেকর্ডে নিউজিল্যান্ডের দাপট
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ওয়েলিংটন টেস্টে হারের কিনারায় চলে গিয়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকেই ফিনিক্স পাখির মত ঘুড়ে দাঁড়িয়েছে তারা। ম্যাককালাম-ওয়াটলিংয়ের ষষ্ঠ উইকেটে রেকর্ড ৩৫২ রানের জুটিতে উল্টো ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে কিউইরা।
৬ উইকেটে ৫৭১ রানে চতুর্থ দিন শেষ করায় লিড এখন ৩২৫ রানের। ওয়াটলিংক ১২৪ করে ফিরলেও ম্যাককালাম অপরাজিত ২৮১ রানে। ৬৭ রানে অপরাজিত রয়েছেন নিশাম। আগামীকাল নাটকীয় কিছু না ঘটলে এ টেস্ট জেতা অসম্ভব ভারতের পক্ষে।
ওয়াটলিং ষষ্ঠ উইকেটে ম্যাককালামের সঙ্গে গড়েছেন টেস্ট ইতিহাসে ষষ্ঠ উইকেটের রেকর্ড ৩৫২ রানের জুটি। ২০০৯ সালে ভারতের বিপক্ষেই ষষ্ঠ উইকেটে আগের ৩৫১ রানের জুটিটা গড়েছিলেন মাহেলা জয়াবর্ধনে ও প্রসন্ন জয়াবর্ধনে। রেকর্ডটা ভাঙ্গার পরপরই ১২৪ রান করা ওয়াটলিং ফিরেন সামির বলে এলবি হয়ে। ৩৬৭ বলে ১৩ বাউন্ডারিতে ক্যারিয়ার সেরা ইনিংস উপহার দিয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
বিশ্বরেকর্ডের পাশাপাশি প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে ম্যাককালাম গড়েন পরপর দুই টেস্টে ডাবল সেঞ্চুরির কীর্তি। এটা ম্যাককালামের তৃতীয় ডাবল যার তিনটিই ভারতের বিপক্ষে। কিউই ব্যাটসম্যানদের মধ্যে কেবল স্টিফেন ফ্লেমিং স্বাদ পেয়েছেন তিনটি ডাবলের। দিন শেষে তিনি অপরাজিত ৫২৫ বলে ২৮ বাউন্ডারি ৪ ছক্কায় ২৮১ রানে।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ১৯২ ও দ্বিতীয় ইনিংস ১৮৯ ওভারে ৫৭১/৬ (ম্যাককালাম ২৮১*, ওয়াটলিং ১২৪, নিশাম ৬৭*; জহির ৩/১২৯, সামি ২/১৩৬)
ভারত : ৪৩৮।