যুক্তরাজ্যের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড পেলেন যারা

বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  ১৬ ফেব্রুয়ারি  রোববার লন্ডনের অপেরা হাউসে অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাজ্যের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাফটার ৬৭তম আসর। ২০১৪ সালের ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডস পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘গ্র্যাভিটি’ ছবিটি সেরা ব্রিটিশ চলচ্চিত্রসহ সর্বাধিক ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে। এ ছবির জন্য আলফনসো কুয়ারন হয়েছেন সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ‘আমেরিকান হাসেল’ তিনটি, ‘টুয়েলভ ইয়ারস অ্যা স্টেভ’ ও ‘দ্য গ্রেট গ্যাটসবি’ দুটি করে পুরস্কার পেয়েছে। বাফটায় বিজয়ীদের তালিকা দেয়া হল:

সেরা ছবি : টুয়েলভ ইয়ারস অ্যা স্টেভ
সেরা ব্রিটিশ ছবি : গ্র্যাভিটি

সেরা অভিনেতা : শিউইটল এজিওফর (টুয়েলভ ইয়ারস অ্যা স্টেভ)
সেরা অভিনেত্রী : কেট ব্লানচেট (জেসমিন)

সেরা পার্শ্ব-অভিনেতা : বারখাদ আবদি (ক্যাপ্টেন ফিলিপস)
সেরা পার্শ্ব-অভিনেত্রী : জেনিফার লরেন্স (আমেরিকান হাসেল)

সেরা পরিচালক : আলফনসো কুয়ারন (গ্র্যাভিটি)
সেরা মৌলিক চিত্রনাট্য : আমেরিকান হাসেল
সেরা অ্যানিমেটেড ছবি : ফ্রোজেন

সেরা প্রামাণ্যচিত্র : দ্য অ্যাক্ট অব কিলিং
সেরা বিদেশি ছবি : দ্য গ্রেট বিউটি (ইতালি)

সেরা চিত্রগ্রহণ : গ্র্যাভিটি
সেরা পোশাক পরিকল্পনা : দ্য গ্রেট গ্যাটসবি
সেরা সম্পাদনা : রাশ

সেরা রূপসজ্জা ও চুলের সজ্জা : আমেরিকান হাসেল
সেরা সঙ্গীত : গ্র্যাভিটি

সেরা শিল্প নির্দেশনা : দ্য গ্রেট গ্যাটসবি
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস : গ্র্যাভিটি

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন : স্লিপিং উইথ দ্য ফিশেস
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : রুম এইট

সেরা নতুন লেখক-পরিচালক : কিয়েরান ইভান্স
সেরা উঠতি তারকা : উইল পুলটার

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ