দক্ষিণ কোরিয়ায় ভবন ধসে নয়জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গায়ংজুতে ভবন ধসে অন্তত ৯ জন নিহত এবং ১৭ জন মারাত্মকভাবে আহত হয়েছেন।
তবে এখনও ১০ জনেরও বেশি মানুষ ধ্বংসস্তুপে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ ঘটনায় নিহতের সংখ্যা ৯ বলে জানান।
দক্ষিণাঞ্চলীয় বুসান শহরের বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে ভবনটির একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
মাউনা ওশেন রিসোর্টের ওই অডিটোরিয়ামে ‘বুসান ইউনিভার্সিটি অব ফরেইন স্টাডিজ’ এর প্রায় ১শ’ শিক্ষার্থী জড়ো হয়েছিল। তবে অনেকেই ধ্বংসস্তুপ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
প্রচণ্ড তুষারপাতের কারণে অডিটোরিয়ামের ছাদ ধসে পড়ে বলে জানায় অগ্নিনির্বাপণ কর্মীরা। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে।