নিজেদেরই দূষছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   মিরপুরের প্রথম ওয়ানডেটা ভুলে ভরা গল্পই হয়ে রইল বাংলাদেশের। ২ উইকেটে ১১৪ করেও ১৮০ রান তাড়া করতে না পারাটা অনেক দিন পোড়াবে মুশফিকুর রহিমের দলকে। তেমনি ৬৭ রানে ৮ উইকেট নেয়ার পরও শ্রীলঙ্কার ১৮০ করে ফেলাটা বাংলাদেশেরই ব্যর্থতা।

এজন্য নিজেদেরই দায়ি করলেন মুশফিক, ‘আমরা নিজেরাই হেরেছি। শুরুতে ওদের চেপে ধরেও আটকে রাখতে পারিনি। বেশ কয়েকটা ক্যাচ পড়েছে। খেয়াল করে দেখবেন যারা ক্যাচ ফেলেছে, তারা আমাদের দলের সবচেয়ে ভালো ফিল্ডার। তবু এ উইকেটে ১৮০ রান অসম্ভব কোনো স্কোর নয়। ২ উইকেটে একশ রান (১১৪) করে ফেলার পরও জিততে না পারাটাও আমাদের ব্যর্থতা।’

৮ উইকেটে ৬৭ রান থেকে শ্রীলঙ্কার ১৮০ রানে চলে যাওয়ার পেছনে ঢিলেমির কোনো ‘দায়’ নেই বলে মন্তব্য মুশফিকের, ‘কিলার ইন্সটিঙ্কটের আসলে অভাব ছিল না। আসলে ওই ক্যাচগুলো না পড়লে ওদের স্কোরটা অনেক কম হতো। ম্যাচে এক-দুইটা ক্যাচ ফসকাতেই পারে। কিন্তু চারটা অনেক বেশি।’

চরম ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কার ওপর চূড়ান্ত চাপ সৃষ্টির জন্য কেন সাকিব আল হাসানকে দিয়ে বোলিং করানো হলো না, এর ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘ওরা বাইরে যাওয়া বল ভালো খেলছিল না। তাই ওদের ডানহাতি ব্যাটসম্যানদের সময় বাঁহাতি স্পিনারদের দিয়ে বোলিং করিয়ে সাফল্য পেয়েছিলাম। আর বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে অফস্পিন দিয়ে চেষ্টা করেছি। সুযোগও এসেছিল কিন্তু ক্যাচগুলো নিতে পারিনি।’

আতশি কাচের নিচে ফেলা হয়েছে মুশফিকের নিজের আউটটিও, ‘ভেবেছিলাম ওই সময় একটা বাউন্ডারি পেয়ে গেলে রানের চাপটা কমে যেত। ফাইন লেগ ওপরে ছিল দেখেই শটটা খেলতে গিয়েছিলাম। এ শটটা আমি ভালোই খেলি। কিন্তু এ ম্যাচে সেটা হয়নি।’

ক্যাচ ফেলা এবং মিস ফিল্ডিং কিংবা উইকেট ছুড়ে দিয়ে আসা মাহমুদ উল্লাহ ও সোহাগ গাজী ম্যাচে মনোনিবেশ করতে পারছেন কিনা, এ সমালোচনা পুরো দলের কাঁধেই তুলে নিয়েছেন মুশফিকুর রহিম, ‘দলের হারে এক-দুইজনকে দায়ী করা ঠিক হবে না। আমার ঠিক মনে পড়ে না শেষ কবে আমরা এমন ম্যাচ হেরেছি। ৬০ রানে প্রতিপক্ষের ৮ উইকেট তুলে নেওয়ার ঘটনা আগে ঘটেনি। আসলে আজ হেরেছি পুরো দলের ব্যর্থতায়। নির্দিষ্ট কারো দিকে আঙুল তুলতে চাই না।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ