ম্যাককালামের ট্রিপলে সিরিজ নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  কতটা পথ হাঁটলে পথিক হওয়া যায়ের মতো নিউজিল্যান্ড কতক্ষণ ব্যাট করতে পারবে-  ওয়েলিংটন টেস্টের ভাগ্য ঝুলে ছিল এর উপর। ব্রেন্ডন ম্যাককালাম ক্রিজে এসে হয়ে গেলেন যেন ‘ইবনে বতুতা’! হাঁটতে হাঁটতে করে ফেললেন ট্রিপল সেঞ্চুরিই। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপলের স্বাদ পেলেন তিনি।

এর আগে মার্টিন ক্রোর ২৯৯’ই ছিল তাদের ইতিহাসের সেরা। ম্যাককালামের ৩০২ আর নিশামের ১৩৭-এ আজ ওয়েলিংটন টেস্টের পঞ্চম দিন ৮ উইকেটে ৬৮০ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জয়ের জন্য শেষ দুই সেশনে ভারতের দরকার ছিল ৪৩৫ রান। অসম্ভব সেই লক্ষ্যের পেছনে না ছুটে ড্র’র জন্যই খেলে তারা। বিরাট কোহলির অপরাজিত ১০৫-এ ৫২ ওভারে ১৬৬ করার পর ড্র মেনে নেয় দুদল।

তাই টানা ১১ ম্যাচ পর ভারত জুয়ের সুবাস পেলেও সেটা মিলিয়ে গেল নাকে হাওয়া লাগিয়ে। আর ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।

সিরিজ জিততে না পারায় র‌্যাংকিংয়ে একধাপ নিচে নেমে গিয়ে ভারত চলে আসবে এখন তৃতীয় স্থানে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ