পিসিতে কমবে ফেসবুক ব্যবহার

সাইফ মাহমুদ, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  আগামী সময়ে পার্সোনাল কম্পিউটারে (পিসি) শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক ব্যবহার কমবে। স্মার্টফোন ও ট্যাবলেটের মতো মোবাইল ডিভাইসেই গ্রাহকরা আগামী সময়ে ফেসবুক ব্যবহার করবে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিগত সময়ে বিশ্বজুড়ে স্মার্টফোন ও ট্যাবলেটের মতো মোবাইল ডিভাইসের চাহিদা পিসির তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর প্রভাব পড়েছে এ পণ্যগুলোর বিক্রির ওপর। গত বছর বিশ্বে পিসি বিক্রি আগের যেকোনো সময়ের তুলনায় কমেছে।

এদিকে শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের চাহিদাও বাড়ছে। বিশ্বজুড়ে গ্রাহকরা এখন পিসির তুলনায় মোবাইল ডিভাইসগুলোয়ই ফেসবুক ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রতিষ্ঠানটি তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

প্রতিবেদনে শীর্ষ সামাজিক যোগাযোগ সাইটটি জানায়, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো অঞ্চলে পিসিতে পেসবুক ব্যবহার কমবে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ায় ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে ফেসবুকের মোট ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১২ সালের ডিসেম্বরে সাইটটির দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬১ কোটি ৮০ লাখ, যা ২০১৩ সালের একই সময়ে ২২ শতাংশ বেড়ে ৭৫ কোটি ৭০ লাখে দাঁড়িয়েছে।

এর মধ্যে মোবাইল ডিভাইসের মাধ্যমে সাইটটি ব্যবহারকারীর সংখ্যা ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে বেড়েছে। ২০১২ সালের ডিসেম্বরে সাইটটির দৈনিক ব্যবহারকারীর সংখ্যা যেখানে ছিল ৩৭ কোটি ৪০ লাখ, যা ২০১৩ সালের একই সময়ে এসে তা ৪৯ শতাংশ ববেড়ে ৫৫ কোটি ৬০ লাখে দাঁড়িয়েছে।

কিন্তু একদিকে যেমন মোবাইল ডিভাইসে ফেসবুক ব্যবহারের বাড়ছে অন্যদিকে পিসিতে সাইটটি ব্যবহারের হার কমছে। বিশ্লেষকদের মতে, মোবাইল ডিভাইসের তুলনায় পিসির চাহিদা  কমার কারণে এর প্রভাব ফেসবুকের দৈনিক ব্যবহারেও পড়ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ