মঈন উ আহমেদের বিরুদ্ধে মানহানির মামলা চলবে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের বিরুদ্ধে করা একটি মানহানির মামলায় তার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। ফলে ওই মামলার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন, এ আদেশের ফলে মইন উ আহমেদের বিরুদ্ধে করা মানহানির মামলাটির কার্যক্রম চলবে।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে সামরিক-বেসামরিক মুক্তিযোদ্ধাদের সম্মানে দেওয়া এক অনুষ্ঠানে মইন উ আহমেদ বলেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুত্ খাতে ২০ হাজার কোটি টাকা লুটপাট এবং বিদেশে পাচার করা হয়েছে।
ওই সময় বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ইকবাল হাসান মাহমুদ।
মইন উ আহমেদের দেওয়া ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর মামলা করেন ইকবাল হাসান মাহমুদ।
মামলাটি চলতে পারে না দাবি করে তা খারিজ চেয়ে মইন উ আহমেদের পক্ষে ২০১০ সালের ১০ জানুয়ারি ওই আদালতে আবেদন করা হয়। আবেদনটি খারিজ হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে পুনর্বিবেচনা আবেদন করলে ওই বছরের ২৪ জানুয়ারি তা খারিজ হয়। এর বিরুদ্ধে মইন উ আহমেদ আপিল বিভাগে আবেদন করেন। সোমবার ও আজ মঙ্গলবার আবেদনটির ওপর শুনানি হয়। শুনানি শেষে তা পর্যবেক্ষণ দিয়ে নিষ্পত্তি করেন আপিল বিভাগ।
আদালতে মইনের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী।