উপজেলা নির্বাচনেও সুষ্ঠু পরিবেশ তৈরিতে ব্যর্থ ইসি: ফখরুল
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
বিরোধীদল দমনে সরকার নতুন নতুন আইন করছে বলেও অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
আগামীকাল থেকে শুরু হওয়া উপজেলা নির্বাচান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের মতো এ নির্বাচনেও কমিশন সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা মনে করেছিলাম উপজেলা নির্বাচনে ইসি (নির্বাচন কমিশন) শক্তিশালী ভূমিকা পালন করবে।
তিনি অভিযোগ করেন, যারা এ নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের কর্মী সমর্থকদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। যাতে বিরোধী দল এ নির্বাচনে অংশ নিতে না পারে। বিরোধী দলকে নির্বাচনে নিরুৎসাহিত করতে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে যৌথ বাহিনীর নাম করে ক্রসফায়ার দেয়া হচ্ছে।
তিনি আশা করেন উপজেলা নির্বাচনে কমিশন যদি সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারে তাহলে সিটির মতোই বিএনপির প্রার্থীরা জয়লাভ করবেন।