ব্লগার রাজীব হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাত ছাত্রের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

এদিকে মামলার পলাতক আসামি রেদোয়ানুল আজাদ রানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন ২০ মার্চ দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। ঢাকার মহানগর হাকিম সাবরিনা আলী মঙ্গলবার এ আদেশ দেন।

অভিযোগপত্রভূক্ত আসামিরা হলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান অনিক , এহসানুর রেজা রোম্মান, নাঈম সিকদার ও নাফিস ইমতিয়াজ, সাদমান ইয়াসির মাহমুদ, রেদোয়ানুল আজাদ রানা ও আনসারুল্লা বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানী। তাদের মধ্যে রেদোয়ানুল আজাদ রানা পলাতক রয়েছেন। বাকি ছয় আসামি বর্তমানে কারাগারে আছেন।

গত ২৮ জানুয়ারি পুলিশ এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগপত্রে বলা হয়, মুফতি জসিম উদ্দিন রাহমানীর উগ্রবাদী বক্তব্য ও বড় ভাই খ্যাত রেদোয়ানুল আজাদ রানার পরিকল্পনায় আসামিরা ব্লগার রাজীব হায়দারকে ২০১৩ সালের ১৫  ফেব্রুয়ারি রাতে পল্লবীর বাসার সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ব্লগার রাজীব সেদিন শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকে বাসার সামনে গেলে আসামিরা অতর্কিতভাবে হামলা করে।

এ মামলায় জসীম উদ্দিন রাহমানীসহ গ্রেফতার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্র হত্যার দায় স্বীকার করে বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা বিচারককে বলেন, হত্যার মিশনে অংশ নেওয়া ছয় ছাত্র দুইটি গ্রুপে বিভক্ত হয়ে ব্লগার রাজীবকে হত্যা করে।

এ ছয় আসামিকে একাধিক দিন রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছিল পুলিশ। আর গত বছরের ৪ সেপ্টেম্বর জসীম উদ্দিনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে দুই দিন রিমান্ডে পাঠায় আদালত। জসীম উদ্দিনকে গত বছরের ১২ আগস্ট বরগুনার দক্ষিণ খাজুরতলা এলাকায় গোপন বৈঠক করার সময় গ্রেফতার করে পুলিশ। এ মামলায় ৫৫ জনকে সাক্ষী করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ