বাংলাদেশের বিচার বহির্ভুত হত্যাকান্ডে উদ্বেগ কানাডার
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজনৈতিক সংকট নিরশনে আবারো সংলাপের তাগিদ দিয়েছে কানাডা। দেশটির পক্ষ থেকে বাংলাদেশের বিচার বহির্ভুত হত্যাকান্ডে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রী আনিসুল হকের সঙ্গে কানাডিয়ান হাই-কমিশনার হিডার ক্রুডেন সৌজন্য সাক্ষাৎ করে এ উদ্বেগের কথা জানান। পরে আইন মন্ত্রী সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব তথ্য অবহিত করেণ।
আইন মন্ত্রী বলেন, ‘কানাডার পক্ষ থেকে হিডার ক্রুডেন সৌজন্য সাক্ষাৎকালে বলেছেন- কানাডিয় সরকার বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরশনে দ্রুত সংলাপ চায়। এই সংলাপ আয়োজনে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হোক, এটা তাদের প্রত্যাশা।
আইন মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কানাডিয়ান হাই-কমিশনারকে জানিয়েছি, এখন দেশ নির্বাচনমুখি। এই উপজেলা নির্বাচনের পরে সংলাপের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।’
আনিসুল হক বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, সহিংসতা বন্ধসহ দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনতে অন্যান্য দেশের মত সংলাপের তাগিদ দিয়ে ক্যানাডা আরো জানিয়েছে- তারা সাতক্ষিরাসহ বংলাদেশের বিচার বহির্ভত হত্যাকান্ডে উদ্বিগ্ন। এ বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করে এমন হত্যাকান্ড বন্ধের আহবান জানিয়েছে।
আনিসুল হক বলেন, কানাডার এ উদ্বেগের বিষয়ে আমি বলেছি, বিচার বহির্ভত হত্যাকান্ডের বিষয়ে এ পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।
‘পদ্মা সেতুর দূর্নীতির বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ মোস্তফা নামের একজনকে বিশ্বব্যাংক গোপনে ধরে নিয়ে গেছে। এটি সঠিক হয়েছে কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইন মন্ত্রী বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে পরে এব্যাপারে তথ্য প্রকাশ করা হবে।
তিনি আরো বলেন, ‘পদ্মা সেতুর দূর্নীতির বিষয়ে কানাডিয়ান আদালতে দায়ের করা মামলার বিচারকার্য শুরু হবে।