৯৭ উপজেলায় নেমেছে সেনা বিজিবি

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  রাত পোহালেই চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট উৎসব শুরু। এরই মধ্যে ৪০ জেলার ৯৭ উপজেলায় ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

স্ট্রাইকিং ফোর্স হিসেবে সোমবার থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। একই সঙ্গে নেমেছে পর্যাপ্তসংখ্যক বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। সোমবার মধ্যরাতেই শেষ হয়েছে মিছিল-মিটিংসহ সব ধরনের প্রচার-প্রচারণা। একই সঙ্গে বন্ধ হচ্ছে সব ধরনের যান্ত্রিক যানচলাচল।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নিরপেক্ষভাবে ভোটগ্রহণে ইসিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নির্বাচন বিশ্লেষকেরা। অন্যদিকে দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি ১১৭ উপজেলায় ভোটগ্রহণের আগে এখন চলছে জমজমাট প্রচারণা।

ইসি কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা পরিষদের এ নির্বাচন দলীয় ব্যানারে না হলেও দলীয় প্রভাব রয়েছে সবখানেই। আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল পছন্দমতো প্রার্থী দিয়েছে। রয়েছে প্রধান দুটি দলেরই অসংখ্য বিদ্রোহী প্রার্থী। নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে রয়েছে উৎসাহ। সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে রয়েছে আতঙ্কও। ভোটগ্রহণ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে (ইসি)।

প্রচার-প্রচারণা বন্ধ, এখন শুধু ভোটের অপেক্ষা : সোমবার মধ্যরাতেই বন্ধ হয়েছে মিছিল-মিটিংসহ সব ধরনের প্রচার-প্রচারণা। এখন শুধু ভোটের অপেক্ষা। দশম সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশ না নিলেও উপজেলা নির্বাচনে তারা অংশ নিচ্ছে। যে কারণে উপজেলা নির্বাচন বরাবরের চেয়ে এবার হয়ে উঠেছে আরও জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচন কমিশন প্রথম দফায় ১০২টি উপজেলার তফসিল ঘোষণা করলেও ১৯ ফেব্রুয়ারি ভোট হবে ৪০ জেলার ৯৭টি উপজেলায়। সীমানা নির্ধারণ নিয়ে জটিলতায় রংপুরের চারটি উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়। এ দফার পীরগঞ্জ উপজেলার ভোট হবে ২৪ ফেব্রুয়ারি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সারা দেশে ৪৮৭ উপজেলায় এ পর্যন্ত চার ধাপে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

মাঠে সেনা র‌্যাব বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী : সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে প্রথম ধাপের নির্বাচন সম্পন্ন করতে ৯৭টি উপজেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী। নির্বাচনের আগে ও পরে মিলে মোট পাঁচদিন তারা নির্বাচনী দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে তারা। প্রতি উপজেলায় এক প্লাটুন করে সেনাবাহিনীর সদস্য টহল শুরু করেছে। বড় উপজেলায় এ সংখ্যা আরও বেশি। পাশাপাশি প্রতি উপজেলায় সেনাবাহিনীর দুই থেকে তিনটি গাড়ি থাকবে। সঙ্গে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার ও একজন করে ম্যাজিস্ট্রেট রয়েছে। এছাড়া মোবাইল ফোর্স হিসেবে পর্যাপ্তসংখ্যক র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতি কেন্দ্রে একজন পুলিশ (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার একজন (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার ১০ জন (মহিলা-৪, পুরুষ-৬ জন) এবং আনসার একজন (লাঠিসহ) ও গ্রামপুলিশ একজন করে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র, পার্বত্য এলাকা, দ্বীপাঞ্চল ও হাওড় এলাকায় এ সংখ্যা শুধু পুলিশের ক্ষেত্রে দু’জন হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৩৮৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেটও মাঠে রয়েছেন।

প্রার্থী, ভোট কেন্দ্র, ভোটার ও ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যা : ৯৭টি উপজেলায় ১ হাজার ২৫৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৪২৯, ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থীর সংখ্যা ৫০৫, ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীর সংখ্যা ৩২৫ জন। মোট ভোটার ১ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৪৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮০ লাখ ৬১ হাজার ৩৮৪ জন, মহিলা ভোটার ৮১ লাখ ৫৪ হাজার ৫৩ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৬ হাজার ৮৮৯টি, ভোটকক্ষ ৪২ হাজার ৭৫৬টি। প্রিসাইডিং অফিসার প্রতি ভোট কেন্দ্রে একজন করে ৬ হাজার ৮৮৯ জন। সহকারী প্রিসাইডিং অফিসার প্রতি ভোটকক্ষের জন্য একজন করে মোট ৪২ হাজার ৭৫৬ জন এবং পোলিং অফিসার সংখ্যা ৮৬ হাজার ৫৮০ জন দায়িত্ব পালন করবেন।

কেন্দ্রীয় মনিটরিং শুরু হচ্ছে আজ থেকে : অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও ইসি কর্মকর্তাদের সমন্বয়ে কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করেছে ইসি। সোমবার ইসির উপসচিব মিহির সারওয়ার স্বাক্ষরিত চিঠি সংশ্লিষ্ট সব বিভাগে পাঠানো হয়েছে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিনদিন এ সেল কাজ করবে। নির্বাচনপূর্ব, নির্বাচনের দিন ও পরবর্তী অনিয়ম নিয়ে কাজ করবে এ সেল। এছাড়া এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে যদি কোনো অনিয়মে সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিশেষ নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, এ নির্বাচনে সব দলের প্রার্থী অংশ নিচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের গোলযোগ হয়নি। তবে নির্বাচনকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ করতে ইসিকে সজাগ থাকতে হবে। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলগুলো যেভাবে প্রার্থী দিচ্ছে তাতে সুষ্ঠু নির্বাচন করা খুবই কঠিন। এ নির্বাচনে সরকারদলীয় প্রার্থীদের প্রভাবিত করার ঝুঁকি রয়েছে, তা কঠোরভাবে ইসিকে মোকাবিলা করতে হবে। পাশাপাশি সরকার বা প্রশাসন না চাইলে কমিশনের পক্ষে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না বলেও জানান তিনি।

নির্বাচনের দিন ব্যাংক বন্ধ : চতুর্থ উপজেলা নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত সব তফসিলি ব্যাংকের সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনের সূচি অনুযায়ী, বুধবার ৯৭টি উপজেলায় সব ব্যাংকের শাখা বন্ধ থাকবে। এছাড়া ২৪ ফেব্রুয়ারি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা, ২৭ ফেব্রুয়ারি ১১৭টি উপজেলা, ১ মার্চ ঙ্জারের মহেশখালী উপজেলা এবং ১৫ মার্চ ৮৩টি উপজেলার সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

পঞ্চম ধাপের ভোট ৩১ মার্চ : পঞ্চম ধাপে আরও ৭৪ উপজেলা নির্বাচনের তফসিল আজ ঘোষণা করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৩১ মার্চ ভোটগ্রহণের দিন রাখা হয়েছে। আজ বিকাল সাড়ে ৩টায় কমিশন সভা শেষে এ তফসিল ঘোষণা করা হতে পারে বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন। নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ পঞ্চম ধাপের তফসিল ঘোষণার ব্যাপারে সাংবাদিকদের জানান, চলতি সপ্তাহের যে কোনো দিন উপজেলা নির্বাচনের তফসিল দেয়া হবে। ইসির কর্মকর্তারা জানান, সোমবার ৭৪টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এর জন্য আমরা একটু প্রস্তুতিমূলক কাজ করছি। খসড়া তালিকায় দেখা গেছে, তফসিল ঘোষণার দিন ঠিক হয়েছে ১৮ ফেব্রুয়ারি, রিটার্নিং অফিসারদের কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন ২ মার্চ, যাচাই-বাছাই ৫ মার্চ এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ১৩ মার্চ রয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ