শিক্ষার্থীদের ওপর গুলির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

ঢাকা, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বর্তমান ও সাবেক ১৪ জন শিক্ষক-সংগঠকের পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এই রিট আবেদন করেন।

রিটে সান্ধ্যকালীন কোর্স চালু ও বিভিন্ন ফি বৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে ২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ‘সাধারণ শিক্ষার্থীদের’ ওপর পুলিশের প্রকাশ্য গুলি চালানো কেন অবৈধে ঘোষণা করা হবে না, মর্মে রুল চাওয়া হয়।

গুলি চালানোর আগে ও পরে কী কী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং কী কারণে গুলি চালানো হয়েছে-তার একটি ব্যাখ্যা দিয়ে হাইকোর্টে একটি প্রতিবেদন দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানাতে চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, রাজশাহী পুলিশ কমিশনার, রাজশাহীর মতিহার থানার ওসিকে রিটে বিবাদী করা হয়েছে।

আবেদনে আদালেতের কাছে ভূমিকা ব্যাখ্যা দিতে মতিহার থানার ওসিকে হাইকোর্টে তলবের আর্জিও জানানো হয়েছে।

রিট আবেদনকারী হিসেবে রয়েছেন ঢাকা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন, নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির, চবির সাবেক অধ্যাপক স্বপন আদনান, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক রফিক উল্লাহ খান, মেঘনা গুহ ঠাকুরতা, নারী অধিকার কর্মী শিপ্রা বোস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মানস কুমার চৌধুরী, স্বাধীন সেন, ফাহমিদুল হক, মোহাম্মদ তানজিমুদ্দিন খান মেহের নিগার, সামিনা লুত্ফা নৃত্য ও অরুপ রাহী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ