উপজেলায় কারচুপি হলে দাঁতভাঙা জবাব

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী কালের নির্বাচনে কারচুপি ও কোনো প্রকার অনিয়মের আশ্রয় নেওয়া হলে ১৯ দলের নেতাকর্মীরা দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

আন্দোলনের অংশ হিসেবে উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, তাৎক্ষণিক যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় পদক্ষেপ নেবে বিরোধী দল।

আগামীকাল প্রথমপর্ব উপজেলা নির্বাচনে ভয়াবহ অবস্থা লক্ষ্য করা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, স্থানীয় নির্বাচন ঘিরে আওয়ামী সন্ত্রাসীরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিরোধী নেতাকর্মীদের নির্যাতন এবং ক্রসফায়ারের নামে হত্যা করে উপজেলা নির্বাচনের ফলও নিজেদের পক্ষে নিতে চায়।

তিনি অভিযোগ করেন, ভোটারদের ভোটকেন্দ্র না যাওয়ার ব্যাপারে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রথম থিম হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন। তারা নির্বিচারে গুলি করে ও বোমা ফাটিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি হামলা করছে। বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। ভোট দিতে গেলে জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করার জন্য আওয়ামী র‌্যাব-পুলিশ ফ্রি ডেথ সার্টিফিকেট যেন হাতে পেয়ে গেছে।

তিনি বলেন, জনশূন্য করে উপজেলা নির্বাচন করার পায়তারা করা হচ্ছে।

রিজভী আরও বলেন, এই নির্বাচনে কোনো প্রকার অনিয়মের অভিযোগ পাওয়া গেলে বিএনপিসহ ১৯ দলীয় জোট যেকোনো কর্মসূচি দিতে প্রস্তুত রয়েছে।

তিনি এ সময় বরিশাল, জামালপুর, সিরাজগঞ্জ এবং ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় বিএনপি প্রার্থীর সমর্থকদের প্রচার মাইক ভাঙচুর এবং বোমা ফাটিয়ে ও গুলি করে নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, আসাদুল করিম শাহীন প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ