চিকিৎসায় অসন্তুষ্ট হয়ে ডাক্তারকে হত্যা!
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ না, এবার আর ‘ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল’র মতো কোন ঘটনা ঘটেনি। বরং রোগীই সুচিন্তিতভাবে বুঝে-শুনে ডাক্তারকে মেরে ফেলার কাজটি করেছেন। ঘটনাটি ঘটেছে চীনের হেইলংঝিয়াং প্রদেশে।
নিজের ডাক্তারের চিকিৎসায় অসন্তুষ্ট হয়ে হাসপাতালে এসে নিজ হাতে ডাক্তারকে পিটিয়েছে রোগী। স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় বহির্বিভাগের রোগী দেখার সময় চিকিৎসায় অসন্তুষ্ট রোগীটি এসে নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাক্তারকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে।
জরুরি বিভাগে চিকিৎসায় দিতে গেলে মারা যান সান দংটাও নামের ওই ডাক্তার। আইএএনএস-এর খবরে বলা হয়, কিউআই ছদ্মনাদের ওই রোগী নাকের সমস্যায় ভুগছিলেন।
ডা. দংটাওর দেয়া চিকিৎসায় অসন্তুষ্ট হয়ে প্রতিশোধ নেয়ার চেষ্টা করছিলেন তিনি। এ জন্য লোহার রড নিয়ে বহির্বিভাগের কাচ ভেঙ্গে আঘাত করে মৃত্যুর মুখে ঠেলে দেন ডাক্তারকে। পুলিশ ওই রোগীকে গ্রেপ্তার করেছে।