ঝিনাইদহে ভোটগ্রহণের শুরতেই সংঘর্ষ: আহত ৮
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঝিনাইদহঃ আতঙ্ক আর উৎসাহের মধ্যে দিয়ে ঝিনাইদহের চার উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তেমন একটা ছিল না। ভোটগ্রহণের শুরুতেই সদর উপজেলার গান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থকদের সংঘর্ষে আটজন আহত হয়েছেন।
আহতরা হলেন- জামায়াতের নাসির, নাজমুল ও আশরাফুল ইসলাম এবং আওয়ামী লীগের আশরাফুল ও আলী আজগার। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে গান্না এলাকা আওয়ামী লীগ সমর্থকরা পুলিশের সহযোগীতায় দখল করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
একই সময়ে সদর উপজেলার কাঞ্চননগর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ সমর্থকদের হামালায় তিন জন আহত হয়েছেন। এ সময় মিলন নামে বিএনপি সমর্থক চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিমের এজেন্টকে বের করে দেওয়া হয়।
এদিকে, কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের মাজদিয়া, বারফা মঙ্গলপৈতা ও সুবর্ণা সরকারি প্রাথমিক বিদ্যাললের ভোটকেন্দ্র থেকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হামিদুল ইসলামের এজেন্টদের বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এর আগে মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলার বকেরগাছি ভোট কেন্দ্রেগুলোতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলে অনেকটা আতঙ্কে ভোটাদের ভোটকেন্দ্রে যেতে অনিহা প্রকাশ করতে দেখা যাচ্ছে।