কাটছাঁট হচ্ছে এডিপি’র বরাদ্দ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দকৃত অর্থ কাটছাঁট করা হচ্ছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় সংশোধিত এডিপির আকার নির্ধারণ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠিয়েছে। সংশোধিত এডিপির আকার চূড়ান্ত করতে কাজ করছে পরিকল্পনা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি অর্থবছরের এডিপিতে অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ৬৫ হাজার ৮৭২ কোটি টাকা। এবারই প্রথম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর প্রায় ৮ হাজার ১১২ কোটি টাকা যোগ হয়ে মোট ৭৩ হাজার ৯৮৪ কোটি ৪২ লাখ টাকার এডিপি বাস্তবায়িত হচ্ছে। যা এ যাবৎ কালের সর্ববৃহৎ আকারের এডিপি। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৪৯ হাজার ৪২১ কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে ২৪ হাজার ৫৬৩ কোটি টাকা ব্যয় করা হচ্ছে।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দসহ চলতি অর্থবছরের এডিপিতে গত অর্থবছরের এডিপির চেয়ে বরাদ্দ বেড়েছে ৩৪ দশমিক ৫ শতাংশ। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দ ছাড়া এডিপির বরাদ্দ বেড়েছে ১৯ দশমিক ৭৬ শতাংশ।

সূত্র মতে, চলতি অর্থবছরের এডিপিতে মোট প্রকল্প রয়েছে ১ হাজার ১৭৬টি। এর মধ্যে বরাদ্দসহ অন্তর্ভুক্ত প্রকল্প ১ হাজার ৪৬টি (বিনিয়োগ প্রকল্প ৮৮৭টি, কারিগরি সহায়তা প্রকল্প ১২৯টি, জেডিসিএফ প্রকল্প ৩০টি) এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নের ১৩০টি প্রকল্প রয়েছে। তবে বরাদ্দসহ প্রকল্পের মধ্যে নতুন অনুমোদিত প্রকল্প রয়েছে ৫০টি (বিনিয়োগ প্রকল্প ৩৪টি, কারিগরি সহায়তা প্রকল্প ১৬টি)।

এসব প্রকল্প বাস্তবায়নে বরাদ্দের অর্থ থেকে ১১ হাজার ৮৭০ কোটি ৪৩ লাখ টাকা কাটছাঁট করে মূল এডিপির পরিমাণ নামিয়ে আনা হচ্ছে ৫৪ হাজার কোটি টাকায়।

সংশোধিত এডিপিতে সরকারের নিজস্ব তহবিলের বরাদ্দ দেওয়া হয়েছে ৩২ হাজার ৫ শ’ কোটি টাকা। যা মূল এডিপিতে ছিল ৪১ হাজার ৩০৯ কোটি টাকা। এক্ষেত্রে ছেঁটে ফেলা হচ্ছে ৮ হাজার ৮০৯ কোটি টাকা।

অন্যদিকে বৈদেশিক সহায়তা অংশে সংশোধিত এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২১ হাজার ২শ’ কোটি টাকা। যা মূল এডিপিতে ছিল ২৪ হাজার ৫৬৩ কোটি টাকা। এক্ষেত্রে ছেঁটে ফেলা হচ্ছে ৩ হাজার ৩৬৩ কোটি টাকা।

এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ই বলতে পারবে এডিপি এতটা কমানোর কারণ কী। এ বিষয়ে আমাদের যা বরাদ্দ দেওয়া হয়েছে তার মধ্যেই সংশোধিত এডিপি তৈরি করতে হচ্ছে।’

তবে গত কয়েক মাসে রাজনৈতিক সহিংসতার কারণে প্রকল্প বাস্তবায়ন কাজ বন্ধ ছিল। ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী টাকা খরচ করতে না পারা এবং রাজস্ব আদায় কমে যাওয়ায় সংশোধিত এডিপির আকার কমছে বলে মনে করেন তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ