৪ উপজেলায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বরিশালের গৌরনদী, ভোলার লালমোহন, ঝিনাইদহের শৈলকুপা ও পাবনার সুজানগরে ছয় বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে কারচুপিসহ নানা অভিযোগে তারা এ সিদ্ধান্ত নেন।
গৌরনদী (বরিশাল) : উপজেলার প্রেস ক্লাব চত্বরে বুধবার সকাল পৌনে ১০টায় ভোট বর্জনের ঘোষণা দেন ওই তিন প্রার্থী। বিএনপি-সমর্থিত চেয়্যারম্যান প্রার্থী আবুল হোসেন মিয়া ও বিদ্রোহী প্রার্থী লোকমান হোসেন খান এবং একই দলের বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী জহির সাজ্জাদ হান্নান ভোট বর্জন করেছেন।
তবে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহ আলম খান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে।
শৈলকুপা (ঝিনাইদহ) : সকাল ১১টার সময় শৈলকুপা শহরের কবিরপুর নিজ বাসভনে এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী রাকিবুল হাসান খান দিপু ভোট বর্জন করেছেন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোশারফ হোসেন শিকদারের লোকজন ভোটকেন্দ্রে প্রবেশ করে জাল ভোট প্রদান, ব্যালট পেপার ছিনতাই, এজেন্টদের বের করে দেওয়া এবং কর্মীদের মারপিট করছে। এছাড়া ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে।
এসব অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
লালমোহন (ভোলা) : বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদেরকে বের করে দেওয়ার অভিযোগে বিএনপি সমর্থক প্রার্থী আক্তারুজ্জামান টিটো নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন।
তিনি অভিযোগ করেন, সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর উপজেলায় অন্তত বিশটি কেন্দ্রে এজেন্ট বের করে দিয়েছে। এ ঘটনায় সকাল সোয়া ১০টায় সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি জানান, ভোট গ্রহণ শুরুর আগেই চরভুটা হাজিগঞ্জ কেন্দ্রের এজেন্ট জসিম, করিম ও বাবুলকে তাদের এজেন্ট ফরম ছিনিয়ে নিয়ে বের করে দেওয়া হয়। পরে কলমা ইউনিয়নের তোরাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুয়াখালী সরকারি প্রাথামিক বিদ্যালয়, কেরামতিয়া দাখিল মাদ্রাসা, ফরাজগঞ্জ আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ড. আজহারউদ্দিন স্কুল এন্ড কলেজ, সাতানিয়া বাজার কেন্দ্র, লালমোহন ইসলামী কামিল মাদ্রাসা কেন্দ্র, পাবলিক লাইব্রেরি কেন্দ্র থেকে বিএনপি সমর্থক প্রার্থীর সব এজেন্টকে বের করে দেওয়া হয়। উপজেলার বদরপুর ইউনিয়নের সকল কেন্দ্রের এজেন্ট বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সুজানগর (পাবনা) : উপজেলায় ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নির্বাচনর বর্জন করেছেন। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে উপজেলা বিএনপি।
জেলা বিএনপির দফতর সম্পাদক জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার ৬৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০টি ভোট কেন্দ্রে ব্যাপক কারচুপি করা হচ্ছে। পাশাপাশি ভোটারদের বাড়ি থেকে বের হতে বাধা প্রদান এবং জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারা হয়েছে।
এছাড়াও জেলার আটঘরিয়া উপজেলার অভিরামপুর ও গোপালপুর ভোট কেন্দ্রে ১৯ দল সমর্থিক জামাতের প্রার্থী জহুরুল ইসলাম খানের এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং জোরপূর্বক সীল মারা হয়েছে বলে চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করেন।