কেন্দ্র দখল, কারচুপি, জাল ভোটের অভিযোগ বিএনপির

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  উপজেলা নির্বাচনের প্রথম পর্বে ভোট কেন্দ্র দখল, কারচুপি ও জাল ভোটের অভিযোগ করেছে বিএনপি।

বুধবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

বিএনপিকে নির্মূল ও উপজেলা নির্বাচনের ফলাফল নিজেদের অধীনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজের হাতে রেখেছেন বলেও মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, যৌথবাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হত্যা ও গুম করা হচ্ছে। নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ গিয়ে ধমক দিচ্ছে। যাতে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে না পারে।

জনগণ যা চায় সরকার তার বিপরীত কাজ করছে উল্লেখ করে রিজভী বলেন, জনগণকে তারা তোয়াক্কা করে না। এর মূল কারণ হচ্ছে সরকারের প্রভুরা যা চাইবে তারা তাই করবে।

তিনি বলেন, আওয়ামী লীগ গত ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। ফলে উপজেলা নির্বাচনেও তাদের সাজানো প্রশাসন দিয়ে একটি তামাশা ও প্রহসমূলক নির্বাচন অনুষ্ঠিত করতে চাচ্ছে। সরকারের এ মনোভাব তাদের কমর্কাণ্ডে প্রকাশ পেয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনের নাকের ডগায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বাচনে অবৈধ কার্যকলাপ চালাচ্ছে। এতেই বুঝা যায় প্রশাসন সরকারের সাথে গোপানে নয়, প্রকাশ্যে আতাঁত করে কাজ চালাচ্ছে।

গত রাত থেকে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী ও সরকারের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাণ্ডব চালিয়েছে। ভোটকেন্দ্রে ভোট গণনা না করে নির্বাচন কমিশনের অফিসে ভোট গণনার জন্য সরকার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন বিএনপির এ নেতা।

নির্বাচনে বিভিন্ন উপজেলায় ভোট কেন্দ্রগুলো আওয়ামী লীগের সন্ত্রাসী  বাহিনীরা দখল করেছে এবং ভোটার ও পোলিং এজেন্ডদের বের করে দিয়ে জাল ভোট দিচ্ছে বলে অভিযোগ করে তিনি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, যুব দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ