উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ সত্য নয়

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জহামান খান কামাল।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার সকালে রিয়েল স্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন নিয়ে কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। তবুও বিএনপি নির্বাচন কমিশনের গিয়ে কারচুপি ও সহিংসতার অভিযোগ উত্থাপন করেছে। বিএনপির এ অভিযোগ সত্য নয়।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিএনপির অভিযোগের প্রেক্ষিতে অনেক স্থানেই প্রিজাইডিং অফিসার পরিবর্তন করা হয়েছে। এর পরেও দলের পক্ষ থেকে তাদের কোন অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনই দেখবে।’

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উদ্যেশ্য প্রনোদিত।’

রিহ্যাব নেতারা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করেন, ভূমি মালিক এবং ডেভলপারদের সঙ্গে যৌথ চুক্তি থাকার পরও থানায় গিয়ে ডেভলপারদের বিরুদ্ধে হয়রানিমূলক অভিযোগ করেন ভূমি মালিকরা। এ নিয়ে পুলিশ ডেভলপারদের হয়রানি করে।

জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ডেভলপাররা ঠিকমত কাজ করে না এ ধরনের অভিযোগ আছে।’

এ বিষয়ে রিহ্যাব নেতারা একটি সেল গঠন করার কথা বলেন। ওই সেলে এসব অভিযোগ তদন্ত করা হবে। এ বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছেন রিহ্যাব নেতারা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ