কাপাসিয়ায় ২১ ভোটকেন্দ্র দখল

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, কাপাসিয়া (গাজীপুর)  ঃ উপজেলার সিংহশ্রী, রায়েদ ও টোক ইউনিয়নের ২১টি কেন্দ্র আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা দখল করে নিয়েছে। এসব কেন্দ্র থেকে বিএনপি সর্মথক প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে স্থানীয় সাংবাদিকরা এবিসি নিউজ বিডিকে এসব তথ্য জানান।

এছাড়াও উপজেলার রামপুর উচ্চবিদ্যালয়, কুড়িহাতা উচ্চবিদ্যালয়, ইকুরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র তিনটি দখল করে নেওয়ারও খবর পাওয়া গেছে। জানা গেছে, সকাল ১১টা পর থেকেই সরকার সমর্থক প্রার্থীর লোকজন এসব কেন্দ্র দখল করে নেয়।

এছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোতাহের হোসেন মোল্লার কর্মীরা খুদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জোর করে ব্যালট পেপার ছিনতাই করার অভিযোগ উঠেছে। এসময় তারা প্রিসাইডিং অফিসারকে লাঞ্ছিত করে। প্রত্যেক্ষদর্শী দু’জন বয়স্ক ভোটার নুরু এবং ইব্রাহীম এই অভিযোগ করেছেন। পরে প্রিসাইডিং অফিসার জানান, ছিনিয়ে নেওয়া ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ।

কারিহাতা ইউনিয়নের রামপুর কেন্দ্র দখল করে নিয়েছে সরকার সমর্থিত প্রার্থীর কর্মীরা। সকাল ১১টার দিকে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা এসে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দিয়ে কেন্দ্রটি দখল করে। পরে পুলিশ এসে দখল মুক্ত করে। এসময় ৩০ মিনিটের মতো ভোট গ্রহণ বন্ধ থাকে। স্থানীয় ভোটাররা জানায়, এসময় বেশ কয়েকটি ব্যালট পেপার ছিনতাই করে নেয় তারা।

বিএনপি সমর্থক প্রার্থীর কর্মীরা জানান, গতকাল রাত থেকেই পুলিশ এই উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি সমর্থকদের বাড়ি বাড়ি অভিযান চালায়। পুলিশের ভয়ে অনেকেই এলাকা ছাড়া।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ