বিএনপির জাল ভোটের অভিযোগ প্রত্যাখ্যান ইসির
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় ৯৬ উপজেলায় জালভোট পড়ছে- বিএনপির এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন (ইসি)
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ইসির ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, সারা দেশে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। জনগণ বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, দুই একটি বিছিন্ন ঘটনা ছাড়া সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।
ভারপ্রাপ্ত সচিব বলেন, কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করেছে। যার ফলে ভোটাররা সহিংসতার শিকার হননি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শৈলকূপায় ও নবাবগঞ্জে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় প্রশাসন দুটি কেন্দ্র স্থগিত করেছে।
উল্লেখ্য, এর আগে দুপুরে বিএনপি এক ফ্যাক্সবার্তায় দেশের বিভিন্নস্থানে উপজেলা নির্বাচনে জালভোট হচ্ছে বলে অভিযোগ করে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই ফ্যাক্সবার্তা পাঠান।