রেলে দুর্নীতি: মৃধার বিচার শুরু

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রেলের নিয়োগে দুর্নীতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বরখাস্ত) ইউসুফ আলী মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে শুনানি শেষে অভিযোগ গঠন করেন।

বাকি চার আসামি হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, অতিরিক্ত যন্ত্রপ্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী, নিয়োগ পাওয়া দুজন সুলতানা বেগম ও গণেশ চন্দ্র শীল।

২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশিদুর রেজা বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট  অভিযোগপত্র দাখিল করা হয়। আজ আদালত পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করায় এ মামলায় আসামিদের বিচার শুরু হলো।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ