মুক্তিযুদ্ধকে বিকৃত করার অভিযোগে বিতর্কিত ‘গুন্ডে’

বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  সম্প্রতি বলিউডে মুক্তি পাওয়া ‘গুন্ডে’ ছবিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে এমন একটি অভিযোগে ফেসবুক’সহ বিভিন্ন  সামাজিক যোগাযোগ মাধ্যমে জমে উঠেছে বিতর্ক। ছবিটি নিয়ে অনেক ফেসবুক ইউজার ফেসবুকে স্ট্যাটাস লিখে ক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এরকম কিছু ফেসবুক স্ট্যাটাস এবং কমেন্ট নিয়েই পাঠকদের জন্য তুলে ধরা হলো।

টিভি ব্যাক্তিত্ব Anjan Roy তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন-

ভারতীয় গুন্ডে চলচ্চিত্রটি আমি দেখিনি। লোকমুখে এটির কাহিনীর কিছু অংশ শুনেই হতবাক হয়ে গেছি। যারা এটি দেখেছেন তাদের কাছে থেকে জানলাম, এখানে বলা হয়েছে-

“১৯৭১ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধে ভারত জয়ী হয়। ৯৩ হাজার সৈন্য নিয়ে পাকিস্তানী সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পন করে!ভারত এই যুদ্ধে জয়ী হয় এবং ফলশ্রুতিতে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়!”

এটুকু শুনেই আমি হতবাক! এই ইসূতে আপোষ করতে জানিনা, করবো না কোনদিন। আর সেই কারনেই এই বিষয়ে দাবী করছি সরকারী শক্ত বক্তব্য। এই ইস্যূতে দেখতে চাই তাদেরই প্রতিবাদ- যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন। আশাকরি কোন দলীয় সীমারেখার মধ্যে নয়- সবাই সোচ্চার হবেন।

একই সাথে যারা এই ইসূটিকেও ক্যাশ করে চেষ্টা করবেন ভারত বিরোধী রাজনীতির ধুয়া তুলে পানি ঘোলা করার, তাদের প্রতিও নজর রাখতে হবে। কারন দেশের প্রতি অসম্মানের প্রতিবাদে আমরা সোচ্চার হতে দ্বিধান্বিত নই, কিন্তু আমরা তাদেরও চিনি যারা এই ইস্যুগুলোকে নিয়ে নষ্ট খেলা খেলেন- যারা আমাদের আবেগের পিঠে সওয়ার হয়ে নিজেদের আখের গোছান।

অঞ্জন রায়’র এ স্ট্যাটাসের কমেন্টে Khaled Hossain Parag লিখেন, “সংষ্কৃতি মন্ত্রী কী এই সব ইতিহাস ভিত্তিক সিনেমা দেখানোর জন্যই ভারতীয় সিনেমা আমদানী করার অনুমতি দিচ্ছেন!”

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ