জনগণই জানে জামায়াতকে ভোট দেওয়ার কারণ

রিপোর্টার,এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  জামায়াতকে জনগণ কেন যে ভোট দিয়েছে তা জনগণই জানে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘ভালো আছি’ নামে উপন্যাসের মোড়ক উন্মোচন শেষে ‘জামায়াতকে আপনারা জনবিচ্ছিন্ন ও গণবিরোধী দল হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু জামায়াত তো উপজেলা নির্বাচনে ১২টি উপজেলায় জয়লাভ করেছে’ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাচনে বিএনপি এগিয়ে থাকায় এটাই প্রমাণ হয় যে সরকারের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সরকারের জয়প্রিয়তা হ্রাস এত সহজ নয়। তবে ব্যাপক গবেষণা করে বলা যাবে সরকারের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে কিনা।’

বিএনপির অভিযোগ সত্ত্বেও ও নির্বাচন সঠিক হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সব নির্বাচনে কিছু না কিছু অভিযোগ থাকে। এ নির্বাচনে সবদলের অংশগ্রহণ প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে।’ বিএনপির সব অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

মোড়ক উম্মোচন শেষে মন্ত্রী বলেন, ‘যুদ্ধের সময় একে অপরে মারামারি করা জায়েজ। কিন্তু শিশু ও বৃদ্ধদেরকে হত্যা, নারী ধর্ষণ, ধর্মীয় উপাসনালয়ে হামলা করা জায়েজ না। মন্দিরে হামলা ও মন্দিরের পুরোহিতদের হত্যা করা যুদ্ধাপরাধ। এগুলো যারা করেছে তারা যুদ্ধাপরাধী। তাদের জেলে না পুরলে দেশে শান্তি আসবে না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সবাই যুদ্ধ করেছে। কিন্তু পাকিস্তানিরা ধর্মীয় উপসনালয়ে হামলা করেছে, পুরোহিতদের হত্যা করেছে, নারীদের ধর্ষণ করেছে। তাদের যারা সহযোগিতা করেছে তারা সবাই যুদ্ধাপরাধী। তাদের বিচার হচ্ছে এবং হওয়া উচিত।’

কবি ও সাহিত্যিক কে জি মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, লায়ন নজরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ