শাহ আমানতে সাড়ে চার কোটি টাকার স্বর্ণ উদ্ধার

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে চার কোটি টাকা মূল্যের ৯০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমান কর্তৃপক্ষ। ওমান থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে এসব সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন প্রায় সাড়ে ১০ কেজি।

কর্তৃপক্ষ জানান, সকাল নয়টার দিকে ওমানের রাজধানী মাসকট থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছায়। নয়টা ৪০ মিনিটে উড়োজাহাজটিতে তল্লাশি চালিয়ে এসব সোনার বার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। উড়োজাহাজের পণ্য রাখার জায়গায় (কার্গো) একটি পলিথিনের ব্যাগের ভেতর কালো ও খয়েরি রঙের টেপ দিয়ে সোনার বারগুলো মোড়ানো অবস্থায় রাখা ছিল।

পরিচ্ছন্নকর্মীদের মাধ্যমে এসব সোনা পাচার করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ