উদ্দীপনা-ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে অমর একুশে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সারা দেশে পালিত হচ্ছে ভাষা শহীদ দিবস। একুশের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশের শহীদ মিনারগুলোতে মানুষের ঢল নামে। মানুষের অগণিত স্রোত মিলিত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। তাদের হাতে হাতে ফুলের তোড়া, আর কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি – এ মমত্ববোধ আর ভাই হারোনোর শোকগাঁথা। এসব কিছুকে সম্বল করে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরিতে ঢল নেমেছে অগণিত মানুষের।
নানা বয়স আর শ্রেণী পেশার মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা খালি পায়ে ফুল হাতে ভোর হওয়ার আগেই পায়ে হেঁঠে চলেছেন শহীদ মিনারের দিকে। চারদিকে কেবল লাল আর কালোর সমারোহ। কেননা আজ আমাদের গৌরবের দিন, তেমনি শোকেরও।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত ১২টা ১ মিনিটে তারা শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর ফুল দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
এরপর জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ জাতীয় পার্টির নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাত ১টায় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের অন্য নেতারা। আওয়ামী লীগ, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, তিন বাহিনীর প্রধান এবং পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এ ছাড়া শ্রদ্ধা জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরাম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ সরকারি কর্মকমিশন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণী-পেশার মানুষ শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের এই পালা সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্তও চলছে বিরামহীন।