৪৫৫ কোটি টাকার ব্যক্তিগত বিমান
সাইফ মাহমুদ, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দ্রুতগতির সুপারসনিক ব্যক্তিগত বিমান বাজারে আসছে। নির্মাতা প্রতিষ্ঠান জানায়, বিমানটি দ্রুতগতিসম্পন্ন হওয়ায় যাত্রীদের সময় বাঁচবে। এটিতে করে নিউইয়র্ক থেকে লন্ডনে যেতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। পাঁচ ঘণ্টায় লন্ডন থেকে টোকিও যাওয়া যাবে। আর লন্ডন থেকে মুম্বাই যেতে সময় লাগবে মাত্র চার ঘণ্টা। অন্য বিমানের তুলনায় অর্ধেক সময় নেবে এটি। তা ছাড়া অত্যাধুনিক এ বিমানের ভেতরকার দেয়ালে চিকন ডিসপ্লে স্ক্রিন সেট করা থাকবে। কেবিনের দেয়াল পুরোটাই জানালা হিসেবে ব্যবহার করা যাবে। এর ফলে উড়ন্ত অবস্থায় বাইরের নীল আকাশ, প্রকৃতি ও অন্যান্য দৃশ্য দেখা যাবে খুব সহজেই। প্রকৃতি দেখা যাবে আরও কাছ থেকে। সুবিধা যেমন বেশি, তেমনি বিমানটির উৎপাদন খরচও বেশি। এটি তৈরি করতে খরচ হচ্ছে ৪৫৫ কোটি টাকা। স্পাইক অ্যারোস্পেস এস-৫১২ বিমানটিকে প্রথম সুপারসনিক বিজনেস জেট বলা হচ্ছে। বিমানটির ইঞ্জিনিয়ার গালফস্ট্রিম ও বোম্বারডিয়ার গত দুই বছর প্রচেষ্টার পর বিলাসবহুল এ বিমানটির নকশা এঁকেছেন। তারা জানান, এস-৫১২ যাত্রীর সময় বাঁচাবে, যাতে কম সময়ে বেশিসংখ্যক দেশ বেড়ানো সম্ভব হয়। ভেতরকার ডিজাইনও দৃষ্টিনন্দন। নির্মাতা প্রতিষ্ঠান স্পাইক অ্যারোস্পেসের প্রধান নির্বাহী ভিকে কাচোরিয়া জানান, খুব দ্রুতই বিমানটি বাজারে আসবে।