ঐকমত্যের ভিত্তিতে আরেকটি নির্বাচন হওয়া প্রয়োজন
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার মনে করেন, ঐকমত্যের ভিত্তিতে আরেকটি জাতীয় নির্বাচন হওয়া প্রয়োজন। রওশন এরশাদের সঙ্গে পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের কোনো দ্বন্দ্ব নেই বলেও দাবি তার। শুক্রবার বেলা ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি ।
রুহুল আমীন হাওলাদার বলেন, আমাদের দলের মধ্যে কোনো বিভক্তি কিংবা কোনো দ্বন্দ্ব নেই। ছোটখাটো কিছু বিষয়ে দ্বিমত থাকলেও জাতীয় স্বার্থে আমরা একমত।
তিনি বলেন, এরশাদের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে দলের চেয়ারম্যান বিভিন্ন জেলা সফর শুরু করেছেন।
আগামী তিন মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্বিন্যাস করা হবে বলেও তিনি জানান।
এর আগে ভাষা দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় রুহুল আমীন হাওলাদার বলেন, ঐকমত্যের ভিত্তিতে আরেকটি জাতীয় নির্বাচন হওয়া প্রয়োজন।
তিনি বলেন, পার্টির ওপর অতীতে অনেক আঘাত এসেছিল। পেছন থেকে ছুরি মারা হয়েছিল। গত ২৩ বছরে পার্টিকে ক্ষতবিক্ষত করা হয়েছে।
জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু ও রেজউল আসলাম ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুর সবুর আসুদ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহা উদ্দিন বাবু প্রমুখ।