৩ ম্যাচ নিষিদ্ধ সাকিব, সঙ্গে জরিমানা

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  অশোভন আচরণের দায়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাবিক আল হাসানকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানাও করেছে বিসিবি।

শুক্রবার সন্ধ্যায় সাকিবকে তলব করে ক্রিকেট বোর্ড। সেখানে এই কর্মকাণ্ডের জন্য দোষ স্বীকার করেছেন এবং দায় নিয়েছেন।

বিসিবির ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান নিজাম উদ্দিন চৌধুরী জানান, এই ঘটনায় অনুশোচনা করেছেন সাকিব। খেলোয়াড়সুলভ আচরণ হয়নি এটাও স্বীকার করেছেন তিনি। আমরা তাকে বলেছি এমন আচরণ অগ্রহণযোগ্য ছিল।

নিষেধাজ্ঞা অনুযায়ী বাঁহাতি অলরাউন্ডারকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ খেলতে হবে মুশফিকদের। এছাড়া ২৬ ফেব্রুয়ারি ভারত ও ১ মার্চ আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচেও তাকে পাওয়া যাবে না।

গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে সাজঘরে সাকিবের অশোভন অঙ্গভঙ্গি ধরা পড়ে সরাসরি সম্প্রচারকৃত ক্যামেরায়। এরপরই সামাজিক যোগাযোগের মাধ্যমসহ সর্বস্তরে সমালোচনার ঝড় ওঠে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ